ঢাকা: নিজের গড়া রেকর্ড ভাঙলো দক্ষিণ কোরীয় গায়ক সাই’র গাওয়া গান ‘গ্যাংনাম স্টাইল’। সামাজিক যোগাযোগের ভিডিও মাধ্যম ইউটিউবে কোনো মিউজিক ভিডিও হিসেবে দুইশ’ কোটি বার প্রদর্শিত হওয়ার মাইলফলক ছুঁয়েছে গানটি।
সংবাদ মাধ্যমগুলোর মতে, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যিনি অন্তত ‘গ্যাংনাম স্টাইল’-এ নাচেননি।
মূলত ২০১২ সালের জুলাইয়ে প্রকাশ হওয়ার পর থেকেই বিশ্ব সংগীতাঙ্গনে ঝড় বইয়ে দেয় ‘গ্যাংনাম স্টাইল’।
গানের কথা যতটা না মজার, তার চেয়ে বেশি অদ্ভুত সাইয়ের ঘোড়া-নাচ। অদ্ভুত এ নৃত্যশৈলীর জ্বরে আক্রান্ত হতে হয় ফিলিপাইনের কারাবন্দি, চীনের জনপ্রিয় অথচ নিভৃতচারী শিল্পী আই ওইওই ও হলিউড-বলিউডের কলা-কুশরীদেরও। এমনকি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মতো আগা-গোড়া ভদ্র লোকটিও সাইয়ের নাচের ঢংয়ে হাত দুলিয়েছেন একাধিকবার।
শনিবার রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত গ্যাংনাম স্টাইল দেখা হয়েছে দুইশ’ কোটি ছয় লাখ ২০ হাজার বারের বেশি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ৩১, ২০১৪