ঢাকা: ছাগলের সাইকেল ভ্রমণ, ভাবতেই কি অবাক লাগছে না? সম্প্রতি হর্ন অব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ঘটেছে এ অবাক করা কাণ্ড!
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দেশটির রাজধানী আদ্দিস আবাবার ব্যস্ত সড়কে একেবারেই সাধারণ যাত্রীর মতো সাইকেলে চড়ে শহর ঘুরছে একটি ছাগল। চালকের পেছনে ‘ক্যারিয়ারে’ বসে শহর ঘোরা ছাগলটি অবশ্য নিজেও চোখ বুলিয়ে নিচ্ছিল পথচারীদের মুখাবয়বে।
সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ভিড় ঠাসা সড়কে সাইকেলে ‘ছাগল’ যাত্রী নিয়ে পথ চলছিলেন এক তরুণ। ইউটিউবের ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই তরুণ খুবই শান্তভাবে পিঠে ছাগল নিয়ে সাইকেলের প্যাডেল চালিয়ে যাচ্ছেন। ছাগলটি যেমন শান্ত যাত্রী হয়ে দাঁড়িয়ে থেকেছে, তেমনি ওই চালকেরও যাত্রীর পড়ে যাওয়া নিয়ে ছিল না কোনো ভাবনার লেশ।
অপ্রচলিত এ পদ্ধতিতে ছাগল বহন বিশ্বের অনেক অঞ্চলে বিস্ময়কর হলেও ইথিওপিয়ায় একেবারেই স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুন ০১, ২০১৪