ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিকিৎসা অবহেলায় মৃত্যু, ডাক্তারকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ১, ২০১৪
চিকিৎসা অবহেলায় মৃত্যু, ডাক্তারকে গুলি ছবি: প্রতীকী

ঢাকা: ভারতে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তারকে গুলি করা হয়েছে। রোববার উত্তর প্রদেশের মিরুট শহরে এ ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

গত শুক্রবার শহরের ফজলপুর স্ট্রিটে একটি নার্সিং হোমে সন্তান প্রসবকালে মারা যান বাবুউদ্দিনের স্ত্রী। এ ঘটনায় ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন বাবুউদ্দিন।

শনিবার নিহতের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করে ওই নার্সিং হোমে আসেন বাবুউদ্দিন। ডাক্তার মুনেষ কুমারকে খুঁজে পেয়েই পিস্তল দিয়ে গুলি করেন তিনি।

এরপর তাকে আটক করে গণপিটুনি দেয় উপস্থিতরা।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।