ঢাকা: রাহুল গান্ধীর সমালোচনা করায় দলীয় নেতাকে বহিষ্কার করল কংগ্রেস। বহিষ্কৃত ভানওয়ার লাল শর্মা রাজস্থানের এমএলএ নেতা।
রাহুলের নেতৃত্বের সমালোচনা করে শর্মা বলেন, নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ রাহুল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ছেলে রাহুলের প্রতি মমতা না দেখিয়ে দলের শক্তি বৃদ্ধির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।
শনিবার এক অনুষ্ঠানে শর্মা বলেন, রাহুল গান্ধী দিকহীন। তার কোনো পলিসি নেই। তিনি ও তার উপদেষ্টারাই নির্বাচনে বড় ব্যবধানে হারের কারণ।
তিনি আরো বলেন, রাহুলের চারপাশে যারা থাকেন তারা সবাই জোকার। আর রাহুল নিজে জোকার টিম লিডার।
বহিষ্কৃত হওয়ার পরও তিনি রাহুলের সমালোচনা করে যাচ্ছেন। ভারতের টাইমস নাউ অনলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, দলীয় শীর্ষস্থানীয় নেতাদের সমালোচনা করে তিনি ঠিকই করেছেন।
এরপরও তিনি রাহুলের মাথায় বুদ্ধির অভার রয়েছে বলে সমালোচনা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ০১, ২০১৪