ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের ২৯ তম রাজ্য তেলেঙ্গানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ২, ২০১৪
ভারতের ২৯ তম রাজ্য তেলেঙ্গানা

ঢাকা: ভারতের ভৌগোলিক ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হয়েছে। রোববার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে দেশটির ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে 'তেলেঙ্গানা'।

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশে ভেঙে গঠিত হয়েছে নতুন এ রাজ্য তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশের সাবেক ১০টি জেলা ও হায়দ্রাবাদ শহর নিয়ে নতুন এ রাজ্য গঠিত হয়েছে। এর লোকসংখ্যা তিন কোটি ৫০ লাখ। এলাকাটির অধিবাসীরা দীর্ঘদিন ধরে নতুন রাজ্যের দাবি জানিয়ে আসছিল।

সোমবার ভোরে রাজ্যটির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কে চন্দ্রশেখর রাও। রাজ্যটির রাজধানী হায়দ্রাবাদের রাজ্য ভবনে নতুন রাজ্যের আনুষ্ঠানিক শুরু ও প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরের সঙ্গে রাজ্যটির টিআরএস সরকারের ১২ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।