ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিংহাসন ছাড়ছেন স্পেনের রাজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জুন ২, ২০১৪
সিংহাসন ছাড়ছেন স্পেনের রাজা

স্পেনের রাজা জুয়ান কার্লোস সিংহাসন ছাড়ছেন। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সোমবার এ কথা ঘোষণা করেছেন।



বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ৭৬ বছর বয়সী জুয়ান কার্লোস প্রায় চার দশক স্পেনের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন। দেশটির স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্র্যাংকোর মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি ক্ষমতায় বসেন।

কার্লোসের স্থলাভিষিক্ত হচ্ছেন তারই ৪৫ বছর বয়সী পুত্র প্রিন্স ফেলিপে।

বর্তমান বিশ্বে যেসব রাজা আছেন তাদের মধ্যে  কার্লোস ছিলেন অন্যতম জনপ্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক স্পেনবাসী তার ওপর আস্থা হারিয়েছেন।
বিশেষ করে নিজ মেয়ে ও জামাতার দুর্নীতি তার মর্যাদা ক্ষুন্ন করেছে। দীর্ঘদিন ধরে এই দুইজনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।