ঢাকা: ফিলিস্তিনে হামাস ও ফাতাহ জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করেছে। এর ফলে নতুন ফিলিস্তিনি পার্লামেন্ট গঠন ও প্রেসিডেন্ট নির্বাচনের পথ সহজ হলো।
সোমবার রাজনৈতিকভাবে স্বাধীন এমন ১৭ জনকে নিয়ে এই সরকার গঠন করা হয়। খবর আল-জাজিরা।
তবে ইসরাইল ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা গঠিত সরকারের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা করবে না।
পাঁচ সপ্তাহ আগে গত ২৩ এপ্রিল রাজনৈতিক সংস্কারের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তা অতিবাহিত হওয়ার পর আজ সরকার গঠনের ঘোষণা আসলো
তবে এই সরকার গঠনের আগে কে কি দায়িত্ব নেবে সেটা নিয়ে বেশ বিতর্ক হয়। এছাড়া হামাস নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী সদস্যদের কি হবে সেটা নিয়ে তর্ক হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৪