ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ওবামার সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ৪, ২০১৪
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ওবামার সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা : ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেত্রো প্রোসেনকো’র সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বুধবার পোলান্ডের রাজধানী ওয়ারশোতে দুই নেতা সাক্ষাতে মিলিত হন।



গত মার্চ মাসে ‌ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পর থেকে ইউরোপ ও রাশিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মূলত দুই প্রেসিডেন্ট ইউরোপের পোলান্ডে একত্রিত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সাক্ষাৎকালে তারা ‌ইউক্রেনের ভঙ্গুর অর্থনীতি,  রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমানো ও
দেশটির পূর্বাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনাসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন।

সাক্ষাৎশেষে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ইউক্রেনের জনগণের পাশে থাকবে। তিনি আরও বলেন, “আমরা কখনো ক্রিমিয়ায় রাশিয়ার দখলদারিত্ব মেনে নেব না। আমরা মনে করি এটা ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর আঘাত। ”

প্রসঙ্গত,গত মার্চ মাসে গণভোটে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিয়া উপ-দ্বীপটি রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পর থেকেই ইউক্রেন ও রাশিয়াপন্থীদের মধ্যে সংঘাত চলে আসছে।

বাংলাদেশ সময় : ১৯২৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।