ঢাকা: প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ভুটান যাচ্ছেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া এক্সপ্রেস অনলাইন এক খবরে এ তথ্য নিশ্চিত করেছে।
ভারতে চলমান বাজেট অধিবেশন শেষে মোদীর ভুটান সফরের কথা রয়েছে। ভুটান, নেপাল ও বাংলাদেশ এই তিন দেশের মধ্যে মোদী ভুটানকে বেছে নেন। যদিও আফগানিস্তান আলোচনায় এসেছিল।
গত ১৩ বছরে ভুটানে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফর করেননি।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত কয়েকদিন মোদীর সফর সূচি তৈরি করার সময় ভুটান সফরের সিদ্ধান্ত হয়। মোদীর পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ছোট দেশটিতে মোদী সফরে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ০৫, ২০১৪