ঢাকা: ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সব ধরনের চেষ্টাই করে যাচ্ছে পাকিস্তান। প্রথমবারের মতো পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী ভারতের কোনো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অনুষ্ঠানে যোগদান করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এসময় মোদী নওয়াজ শরীফের মায়ের জন্য উপহার হিসেবে একটি শাল তার হাতে তুলে দেন। এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মোদী টুইটারে নওয়াজ শরীফকে ধন্যবাদ জানিয়ে বলেন, নওয়াজ শরীফ জি আমার মায়ের জন্য দারুণ একটি সাদা শাড়ি উপহার দিয়েছেন। আমি সত্যিই তার কাছে কৃতজ্ঞ। শিগগিরই মাকে এটি পাঠাব।
২৬ মে শপথ নেওয়ার পরই টুইটারে পাক প্রধানমন্ত্রীস সঙ্গে নানা অনানুষ্ঠানিক বিষয় জানান মোদী। তিনি বলেন, মা আমাকে মিষ্টি খাওয়াচ্ছে এমন ছবি সম্পর্কে শরীফের সঙ্গে আলোচনা হয়েছে।
নওয়াজ শরীফের মাকে শাওয়াল উপহার দিয়েছেন এমনটি উল্লেখ করে মোদী টুইটারে জানান, শরিফ এখন ইসলামাবাদে আছেন। এক সপ্তাহের মধ্যে তিনি তার মায়ের সঙ্গে দেখা করছেন।
এজন্য শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ মোদীকে টুইটারে ধন্যবাদ জানান। এবং বলেন, আমার পিতা নিজেই তা পৌঁছে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৪