ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণীয় ডি-ডে (অপারেশন নেপচুন) এর ৭০তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে।
শুক্রবার সূর্যোদয়ের সময় ফ্রান্সের ওহামা সমুদ্রসৈকতে পতাকা অর্ধ-নমিত করে শত শত মানুষ ইতিহাসের ৬ জুন স্মরণে ঐক্যবব্ধ হন।
৭০ বছর আগে মিত্রবাহিনীর বিপুল পরিমাণ সৈন্য অ্যাডলফ হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনীর হাত থেকে ফ্রান্সকে দখলমুক্ত করতে ইংল্যান্ডের পোর্টসমাউথ থেকে যুদ্ধের প্রস্তুতি নেন। অনেক ইহুদিদেরও নিধন যজ্ঞ চালায় নাৎসিরা।
১৯৪৪ সালের ৬ জুন মধ্যরাতের কিছু পরে ফ্রান্সের উপকূলে নামার কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ নরম্যান্ডির পেগাসাস সেতু দখলে নেয় ব্রিটিশ বাহিনী।
‘ডি-ডে’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া দিনটি অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ওই ঘটনায় বেঁচে যাওয়া সৈন্যরাও নর্মান্ডি সৈকতে স্মৃতিচারণ করেছেন।
বৃহস্পতিবার তাদের অনেকে সামরিক ইউনিফর্ম পরে সৈকতে কুচকাওয়াজও করেছেন।
এদিকে শুক্রবার মূল অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা ফ্রান্সে অবস্থান করছেন। রয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথও।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৪