ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জুন ৬, ২০১৪
অল্পের জন্য বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট প্রার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী  আব্দুল্লাহ আব্দুল্লাহ।

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের আগে শুক্রবার প্রচারণা চালানোর সময় তার মিছিলকে লক্ষ্য করে অতর্কিত বোমা হামলা চালানো হয়।

এতে তার কয়েকজন দেহরক্ষী আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহ দাবি করেছেন, হামলায় তার বেশ ক’জন দেহরক্ষী আহত হয়েছেন।

তবে, কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা না গেলেও নির্বাচনী প্রচারণায় হামলা চালাবে বলে আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল তালেবান জঙ্গিরা।

কাবুল পুলিশের মুখপাত্র বিবিসির স্থানীয় প্রতিনিধি বিলাল সারওয়ারিকে জানান, প্রথমে একটি গাড়িতে চড়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এরপর দ্বিতীয় দফায় মিছিলের ভেতরে হামলা চালানো হয়।

এ হামলার নিন্দা জানিয়েছেন আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি।

আগামী ১৪ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় লড়াই হবে। গত এপ্রিলে প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই সরকার গঠনে প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় লড়তে হচ্ছে প্রেসিডেন্ট প্রার্থীদের। তবে প্রথম দফায় এগিয়েছিলেন আব্দুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।