ঢাকা: ভারতের নয়া সরকারের মানব সম্পদ উন্নয়নমন্ত্রী (এইচআরডি) স্মৃতি ইরানিকে তলব করেছেন দিল্লির একটি আদালত।
কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের দায়ের করা মানহানির অভিযোগে তার বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআই জানায়, দিল্লির ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) ধীরাজ মিত্তাল আগামী ২৭ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীকে আদালতে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুন ০৬, ২০১৪।