ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৭ লাখের ঘড়ি চোর বেচলো ১০০ টাকায়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুন ৬, ২০১৪
১৭ লাখের ঘড়ি চোর বেচলো ১০০ টাকায়!

ঢাকা: একেবারে ‘হাতের লক্ষ্মী পায়ে ঠেলা’র ঘটনা ঘটলো ভারতের উত্তর প্রদেশের লাখনৌর গৌমতী নগরে। ১৭ লাখ টাকার রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি মাত্র ১০০ টাকায় বিক্রি করলো হাবাগোবা চোর! একইসঙ্গে ১২ লাখ টাকার আরও একটি ঘড়িও বিক্রি করেছে অল্প কিছু টাকায়! বিষয়টি টের পাওয়ার আগ পর্যন্ত বেশ ধেই ধেই করেই নাচছিলো চোররা! তবে, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলার বিষয়টি টের পাওয়ার পর অর্থাৎ বিক্রি করে দেওয়া ঘড়ির আসল দাম জানতে পারার পর চোরদের হা-হুতাশের যেন আর শেষ নেই!

পুলিশ জানায়, স্থানীয় কংগ্রেস নেতা পীযুষ মিশ্রর বাড়ি থেকেই দামি ঘড়ি দু’টি চুরি করেছিল স্থানীয় ছিঁচকে চোররা।

পীযুষের বাড়িটি বেশির ভাগ সময়ই খালিই পড়ে থাকে বলে সুযোগ বুঝে সোনার হার, আংটি ও ক্যামেরার সঙ্গে ঘড়ি দু’টি চুরি করে সটকে পড়ে ১২-১৫ বছর বয়সী চোররা।

এগুলো বিক্রি করে পাশের আরেকটি বাড়িতে চুরি করতে গিয়েই ধরা পড়ে তারা।

পরে পুলিশি স্বীকারোক্তিতে চোররা জানায়, ১৭ লাখ টাকারও বেশি দামের রোলেক্স ঘড়িটি একজন পান বিক্রেতার কাছে মাত্র ১০০ টাকায় বিক্রি করে দেয় তারা। আর ১২ লাখ টাকার ঘড়িটি বিক্রি করে ভাঙাড়ির দোকানে, তা-ও অল্প কিছু টাকায়।

পুলিশ জানিয়েছে, সবগুলো জিনিসই জব্ধ করা হয়েছে। একইসঙ্গে চোরদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।