ঢাকা: সামাজিক যোগাযোগের দু'টি জনপ্রিয় মাধ্যম টুইটার ও ফেসবুকেও এখন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) অনুপ্রবেশ ঘটেছে। তবে এই অনুপ্রবেশ আসলে অপরাধীদের ধরতে নয়।
এই অনুপ্রবেশ মূলত তাদের অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করতেই বলে জানিয়েছে সিআইএ কর্তৃপক্ষ। সংস্থাটির অফিসিয়াল কাজকর্মে আধুনিকতার সঙ্গে নতুন গতি সৃষ্টির লক্ষে টুইটার, ফেসবুকে আফিসিয়াল পেজ খুলেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ)।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআইএ তাদের পেজ খুলেছে।
ইতোমধ্যে তাদের এই দুই পেজে ক্রমান্বয়ে বেড়ে চলছে লাইক, ফলো, ফেভারিট হিসেবে সংযুক্ত করা ইত্যাদি। গত ২৪ ঘণ্টায় সিআইএ'র ফেসবুক পেজের লাইক দাঁড়িয়েছে ১৩ হাজার ৯টি। অন্যদিকে টুইটারে তাদের পেজ ফেভারিটের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১৩৪টি।
সিআইএ কর্তৃপক্ষ বলছে, এই হার আরো অনেক বৃদ্ধি পাবে।
তবেই সিআইএ তাদের এই দুই পেজে অফিসিয়াল কাজকর্মের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় তথ্যের ব্যবহারও ঘটাতে পারবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৪