ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলা, অভিযানে পালালো জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ৭, ২০১৪
ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলা, অভিযানে পালালো জঙ্গিরা

ঢাকা: ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে একটি বিশ্ববিদ্যালয় দখল করে কয়েকশ’ শিক্ষার্থী ও ডজন কয়েক শিক্ষককে জিম্মি কর‍ার পর নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে পালিয়ে গেছে বন্দুকধারীরা।

নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা শনিবার বিকেলে এ খবর জানিয়েছে।



কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, আনবারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এলাকা দখলে রাখা বন্দুকধারীদের রাতভর সংঘর্ষের পর শনিবার ভোরে প্রাদেশিক রাজধানী ‍রামাদির ‘আনবার বিশ্ববিদ্যালয়ে’ হামলা চালিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের জিম্মি করা হয়। এরপর নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়টিতে অভিযান চালালে পালিয়ে যায় বন্দুকধারীদের মাঝারি আকারের দলটি।

এর আগে, বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করার পর নিরাপত্তা বাহিনী বিশ্ববিদ্যালয়টি ঘিরে রাখে এবং বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময় করে। তবে বন্দুকধারীরা বোমা পেতে রাখায় সহজে ভেতরে ঢুকতে পারছিল না নিরাপত্তা বাহিনী।

স্থানীয় একটি হাসপাতাল সূত্র জানায়, পর্যন্তঘটনাস্থল থেকে এক শিক্ষার্থী ও এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

পদার্থবিদ্যা বিভাগে আটকা পড়া এক অধ্যাপক বলেন, রাতভর সংঘর্ষে আটকা পড়ে শনিবার ভোর ৪টার দিকে আমরা গুলিবিনিময়ের আওয়াজ শুনি। ভেবেছিলাম, নিরাপত্তা বাহিনী আমাদের রক্ষা করতে এসেছে, কিন্তু দেখি তারা বন্দুকধারী। তারা আমাদের জোর করে বিশ্ববিদ্যালয়ের কক্ষে ঢুকিয়ে দেয়।

পরে ‍অবশ্য, ১৫ জন সহকর্মীসহ তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

তিনি বের হয়ে যাওয়ার সময় অনেকে সেখানে ‍আটকা পড়ে ছিল বলে জানান তিনি।

হামলাকারীদের পরিচয় জানা যায়নি, তবে ওই এলাকায় লড়াইরত ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভেন্টই (আইএসআইএল) এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।