ঢাকা: নাইজেরিয়ার জঙ্গী সংগঠন বোকো হারাম দ্বারা অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের একটি বিশেষ দল। খবর গালফ নিউজ।
জয়নাব হাওয়া বাঙ্গুয়া নামে এক ব্রিটিশ নারী নিউইয়র্কে এক অনুষ্ঠানে বলেন, আমি ভয় পাচ্ছি অপহৃত মেয়েদের অর্ধেক না আবার সন্তানসম্ভবা হয়ে ফিরে আসে।
লন্ডনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংঘর্ষের সময় যৌন নিপীড়ন শীর্ষক ওয়ার্ল্ড সামিটকে সামনে রেখে সম্পাদক, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
গত এপ্রিলে নাইজেরিয়ার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পরে অনেককে ছেড়ে দেওয়া হলেও এখনও দুই শতাধিক স্কুলছাত্রী বন্দি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ০৭, ২০১৪