ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের তথ্য দিলে পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুন ৮, ২০১৪
নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের তথ্য দিলে পুরস্কার

ঢাকা: নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের বিষয়ে বা এর শেষ গন্তব্য সম্পর্কে কোনো খোঁজ দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন যাত্রীদের স্বজনেরা।

রোববার নিখোঁজ পাঁচ যাত্রীর পরিবারের পক্ষ থেকে এ জন্য পাঁচ মিলিয়ন ডলারের ঘোষণা দেওয়া হয়।



ঘোষণায় বলা হয়, নিখোঁজ মালয়েশীয় এমএইচ৩৭০ ফ্লাইটের ২৩৯ যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, তা কোনো বেসরকারি তদন্ত দল বা কেউ এ বিষয়ে তথ্য দিতে সক্ষম হলে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে।

এ জন্য ওই পাঁচ পরিবারের পক্ষ থেকে এ জন্য পাঁচ মিলিয়ন ডলারের তহবিল তৈরি যোগাড় করা হচ্ছে।

এ প্রকল্পের পরিচালক ইথান হান্ট বলেন, তহবিল সংগ্রহের জন্য একটি www.indiegogo.com নামে একটি ওয়েব সাইট খোলা হয়েছে।

তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পরেও উড়োজাহাজটির খোঁজ পাওয়া যায়নি। যদিও রাডার ও অন্যান্য তথ্য থেকে জানা যায়, পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণ ভারত মহাসাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

হান্ট বলেন, উড়োজাহাজের ইতিহাসে এটি একটি রহস্য। তবে আমরা সেই সত্যের কাছাকাছি পৌঁছাতে চাই, সেটি হলো সেই সত্য যা, উড়োজাহাজ ও যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা!

তিনি বলেন, আমরা জনগণের শক্তির ওপর বিশ্বাস করি এবং তাদের দিয়েই আমরা সফল হবো বলে আশা করি। যদিও অন্যান্য পদ্ধতিগুলো সত্য উদঘাটনে ব্যর্থ হয়েছে।  

এ বছরের ৮ মার্চ ২৩৯ যাত্রী ও ক্রসহ মালয়েশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে চীন যাওয়ার ৪০ মিনিট পর নিখোঁজ হয়ে যায়।

এরপর রাডার ও স্যাটেলাইট তথ্য ব্যবহার করেও উড়োজাহাজ ও এর যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।