পশ্চিম আমেরিকার মনটোনা প্রদেশের হোয়াইট হলের কয়েকটি বাড়ির পানির ট্যাপ খুললেই বেরিয়ে আসছে সোনার টুকরো। পানির সঙ্গে ঝরছে কুচি কুচি সোনা।
মনটোনা প্রদেশের এক বাসিন্দা জানান, সকালে তিনি এক বালতি জলে অনেকটা সোনা পেয়েছেন। সবার আগে নাকি এক মহিলা প্রথমবার আবিষ্কার করেন কলের জল থেকে সোনা বের হচ্ছে। তা তিনি প্রথমে হয়তো ভেবেছিলেন নিজের সোনার হারটাই হয়তো ছিঁড়ে গেছে।
তবে মার্কিনিরা বাস্তববাদী। খাবার আগেই পেট খারাপের কথা ভাবে। তাই কলের পানিতে সোনা বেরোনোর আনন্দে নাচানাচি না করে তারা উল্টো ক্ষোভ প্রকাশ করছেন।
মার্কিনারা বলছেন, জলে সোনা বেরোচ্ছে মানে এটা খেলে বড় অসুখ হবে। তাদের আশঙ্কা, জলের সঙ্গে মিশে থাকতে পারে আরও বিষাক্ত কিছু।
তাদের বক্তব্য, সোনা ভারী ধাতু। তাই চোখে দেখা যাচ্ছে। তাহলে খালি চোখে দেখা যায় না এমন বিষাক্ত কিছুও তো জলে মিশে থাকতে পারে। তাই প্রতিবাদ চলছে, ক্ষোভও হচ্ছে।
আসলে ঘটনা হল যেসব বাড়ির কল থেকে সোনার টুকরো বেরোচ্ছে তার কিছুটা দূরেই একটা সোনার খনি আছে, কোনওভাবে সোনার খনি থেকে বর্জ্য পদার্থগুলো বেরিয়ো জলের সঙ্গে মিশছে। তাই ক্ষোভ হচ্ছে মার্কিন মুলুকে।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ০৯, ২০১৪