ঢাকা: আফগানিস্তানে সংঘর্ষে ন্যাটোর ৫ সেনার মৃত্যু হয়েছে।
সোমবার দক্ষিণ আফগানিস্তানে এ ঘটনা ঘটে।
ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (আইএসএএফ) এর বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। তবে আইএসএএফ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
আফগানিস্তানে আইএসএএফ গঠিত হয়েছে বিশ্বের ৫০টি দেশের সদস্যদের নিয়ে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চল এমনিতেই তালিবানদের ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর ওই অঞ্চলে তালিবান হামলার সংখ্যা অনেক বেড়েছে।
বিবিসি স্থানীয় মাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এ বছরেই দক্ষিণ আফগানিস্তানে ৩০ জনের বেশি ন্যাটো সৈন্য প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ১০, ২০১৪