ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচি এয়ারপোর্টে ফের হামলা, ফ্লাইট ওঠানামা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১০, ২০১৪
করাচি এয়ারপোর্টে ফের হামলা, ফ্লাইট ওঠানামা বন্ধ

ঢাকা: পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচি বিমানবন্দরের বাইরে একটি চেকপোস্টে ফের হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এসময় বিমানবন্দর সিকিউরিটি ফোর্সে’র (এএসএফ) সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।



এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এএসএফ’র এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এদিকে, এ ঘটনায় করাচি বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

মাসুদ তাজওয়ার নামে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, আমরা সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রেখেছি। যাত্রীদের বাইরে নিয়ে আসা হচ্ছে।

এর আগে রোববার রাতে করাচির জিন্নাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অস্ত্রধারী জঙ্গী ও নিরাপত্তাবাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনায় ৩৭ জন নিহত হন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।