ঢাকা: একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে জঙ্গিরা। ব্যর্থ নূরি আল-মালিকি সরকার।
ইরাকের প্রধানমন্ত্রী জঙ্গি হটাতে দেশটিতে যুক্তরাষ্ট্রকে ড্রোন ও প্লেন হামলা চালানোর জন্য অনুরোধ করেছে।
তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরাক সরকারের আবেদনে কোনো সাড়া দেননি। প্রতিবেদনের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, নতুন করে ইরাকে নিজেদের জড়াতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র।
বুধবার নিউইয়র্ক টাইমসের এক খবরে জানা যায়, আইএসআইএল জঙ্গীদের হুমকির প্রেক্ষিতে নূরি আল- মালিকি গতমাসে যুক্তরাষ্ট্রের কাছে ওই অনুরোধ করেন।
তবে যুক্তরাষ্ট্র সরকার ইরাকের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে। আল-জাজিরা জানায়, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হতেও পারে।
গত দুইদিনের ব্যবধানে বড় দুইটি শহর মসুল ও তিরকিতের নিয়ন্ত্রণ হারায় ইরাক। এর আগে ফালুজা শহর দখল করে জঙ্গিরা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১২, ২০১৪