ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে সামরিক প্লেন ভূপাতিত, নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
ইউক্রেনে সামরিক প্লেন ভূপাতিত, নিহত ৪৯

ঢাকা: রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি সামরিক প্লেনকে গুলি করে ভূপাতিত করেছে। এতে সামরিক বাহিনীর পণ্যবাহী প্লেনটির ৪৯ জন আরোহীর সবাই নিহত হয়েছে।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, নিহতদের মধ্যে ৪০ জন সৈন্য এবং বাকি নয়জন সামরিক বাহিনীর ক্রু।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পূর্বাঞ্চলীয় লুহানস্কে রুশপন্থি বিদ্রোহীরা আই১-৭৬ নম্বর প্লেনটিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে বিধ্বস্ত হয়ে ভূখণ্ডে পতিত হয় প্লেনটি।

এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সন্ত্রাসীরা ‘জঘণ্য ও বিশ্বঘাতকের মতো’ প্লেনটিকে লক্ষ্য করে গুলি করেছে।

সামরিক বাহিনীর ৪৯ জন সদস্য ও সরঞ্জামাদিবাহী প্লেনটি লুহানস্ক শহরেরই বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

সংবাদ মাধ্যমগুলো বলছে, বিদ্রোহীদের দমাতে কিয়েভের তৎপরতা শুরুর পর এটিকে ইউক্রেন বাহিনীর জন্য সবচেয়ে বড় বিয়োগাত্মক ঘটনা বলে মনে করা হচ্ছে।

সেনাবাহিনীর মুখপাত্র ভ্লাদিস্ল্যাভ সেলেজনভ সাংবাদিকদের জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী প্লেনটিতে থাকা ৪৯ সামরিক কর্মকর্তাই নিহত হয়েছেন। এদের মধ্যে নয়জন ক্রু এবং বাকিরা সেনা সদস্য।

এর আগে, শুক্রবার বিচ্ছিন্নতাবাদীদের হটিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দর শহর মারিওপুল দখল করে নেয় ইউক্রেনীয় বাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।