ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় সোমালি জঙ্গি হামলায় নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
কেনিয়ায় সোমালি জঙ্গি হামলায় নিহত ৩৪

ঢাকা: কেনিয়ার উপকূলীয় একটি শহরে সোমায়িলার আল-কায়েদা সমর্থিত জঙ্গিদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

এ সময় তারা শহরের দুটি হোটেলে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া পুলিশ স্টেশনে হামলা চালায় ও রাস্তায় এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। খবর ওয়াশিংটন পোস্টের।

কেনিয়ার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডেভিড কিমাইও সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রোববার শেষ রাতে এমপেকেটোনি শহরের মানুষ জন যখন টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন, তখন জঙ্গিরা এ হামলা চালায়।

এদিকে, এ হামলার জন্য কেনিয়ার সরকার সোমালিয়ার আল-কায়েদা সমর্থিত আল-সাবাব ইসলামী জঙ্গি সংগঠনকে দায়ী করেছে।

শহরটি কেনিয়ার পর্যটন কেন্দ্র লামু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম ও সোমালি সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সাম্প্রতিক মাসগুলোতে কেনিয়ায় ব্যাপকভাবে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এদিকে, রেডক্রস জানিয়েছে, হামলায় মৃতের সংখ্যা ৩৪ জনে উন্নীত হয়েছে। যদিও এর আগে পুলিশ কর্মকর্তা জানিয়েছিলেন, হামলায় ২৭ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

কেনিয়ায় অব্যাহত হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা দেশটিকে সতর্ক করে দিয়েছিল।

কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গিরা দুটি মিনি ভ্যানে করে শহরটিতে প্রবেশ করেছিল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।