ঢাকা: পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতিকে আরও একধাপ এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে সোমবার ভুটান সফর শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লিতে ফিরেই তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ভুটানে ফলদায়ী সফর হয়েছে।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ভুটান যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এসময় তিনি ভুটানের প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে সৌজন্য বৈঠক ছাড়াও সোমবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন মোদী।
৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন খোলোংচু জলবিদ্যুত্ কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। এরপর ভুটানের পার্লামেন্টে সে দেশের জাতীয় আইনসভা ও পরিষদের এক যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন।
৪৫ মিনিটের বক্তব্যে মোদী বলেন, ভারত 'শক্তিশালী' ও 'সমৃদ্ধ' হলে ভুটানের মতো প্রতিবেশী দেশের তাতে লাভই হবে।
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর পাশাপাশি ভুটান ও নেপালকে সঙ্গে নিয়ে বার্ষিক পাহাড়ি ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রস্তাব করেন তিনি৷
হিন্দিতে দেওয়া ওই বক্তব্যে মোদী বলেন, পাহাড় ঘেরা এই ছোট্ট দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক, ভৌগলিক এবং বাণিজ্যিক সম্প্রীতির ঐতিহ্যের অনেক মিল রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৪