ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশের গভর্নর বিএল জোশীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
উত্তর প্রদেশের গভর্নর বিএল জোশীর পদত্যাগ

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের গভর্নর বিএল জোশী তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার গর্ভনরের পদ থেকে পদত্যাগ করেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।



বিএল জোশী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পদত্যাগের কাগজপত্র পাঠানো হয়েছে।

ভারতের সাত প্রদেশে নরেন্দ্র মোদীর সরকার কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) নিযুক্ত গভর্নরকে পদত্যাগের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, ভারতীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী সাত গভর্নরকে ডেকেছেন এবং তাদের কাগজপত্র জমা দিতে বলেছেন।

সাত প্রদেশের গভর্নর হলেন, পশ্চিম বেঙ্গর এমকে নারায়ণ, কেরালার শীলা দীক্ষিত, রাজস্থানের মার্গারেট আলভা, গুজরাটের কমলা বেনিওয়াল, উত্তর প্রদেশের বিএল জোশী, মহারাষ্ট্রের কে শঙ্কর নারায়ণ এবং ত্রিপুরার দেবেন্দ্র কনয়ার।

এদিকে আসাম ও কর্ণটকের গভর্নরও পদত্যাগ করেছেন বলে দেশটির সংবাদ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।