ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে লাহোর উত্তাল, সাতজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে লাহোর উত্তাল, সাতজনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের লাহোরে বিতর্কিত এক ধর্মীয় নেতার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও ৮০ জন।

মঙ্গলবার কানাডা প্রবাসী পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় নেতা তাহির উল কাদিরের সমর্থকদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ বাঁধে।



দেশটিতে গত বছরের পার্লামেন্ট নির্বাচনের আগ দিয়ে পাকিস্তান জুড়ে দুর্নীতি বিরোধী গণবিক্ষোভের ডাক দিয়ে আলোচিত হয়েছিলেন কানাডা প্রবাসী এ ধর্মীয় নেতা।

বর্তমান সরকার ব্যবস্থা এবং চলমান দুর্নীতির বিরুদ্ধে ‘শান্তিপূর্ণ বিপ্লব’ এ নেতৃত্ব দিতে আগামী ২৩ জুন পাকিস্তানে আসার কথা তাহির উল কাদিরের।

পুলিশ সোমবার গভীর রাতে লাহোরে অবস্থিত কাদিরের সংগঠন পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি)কার্যালয়ে অভিযান চালায়। পুলিশি অভিযানের প্রতিবাদে রাস্তায় নামে কাদির সমর্থকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

লাহোরের জিন্নাহ হাসপাতালের চিকিৎসক আব্দুর রউফ বলেন, আমরা সাতজনের মৃতদেহ পেয়েছি তার মধ্যে দুই জন নারী। তারা প্রত্যেকেই বুলেটবিদ্ধ।

তবে পিএটি কর্মীরা দাবি করছেন তাদের ১২ সমর্থক নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। বর্তমানে লাহোরের পরিস্থিতি থমথমে। নগরী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।