ঢাকা: ইরাকের মসুলে অন্তত ৪০ ভারতীয় নাগরিককে অপহরণ করেছেন সন্দেহভাজন সুন্নি ইসলামী জঙ্গি গোষ্ঠী।
উত্তর ইরাকের এ শহর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর জঙ্গিরা ভারতীয়দের অপহরণ করেন।
ভারতীয় নাগরিকরা সেখানে নির্মাণ শিল্পে কর্মরত ছিলেন। তারা মসুলের ধ্বংসস্তূপে কাজ করছিলেন।
ধারণা করা হচ্ছে, ইরাকের ইসলামিক অঙ্গরাজ্য থেকে আগত জঙ্গিরা ৪০ জন ভারতীয় নাগরিককে অপহরণ করেছে।
এদিকে, ভারত সরকার সে দেশের নাগরিকদের উদ্ধারে ইরাকে পাঠিয়েছে।
এ ছাড়া তিকরিতের একটি হাসপাতালে র্যাগিংয়ের ঘটনায় সহিংসতায় অন্তত ৪০ জন ভারতীয় সেবিকা বিপদগ্রস্ত হয়ে পড়েন।
এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদী বিষয়টি পর্যালোচনা করে ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে বলেছেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৪