ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা হামলায় ১৪ ফুটবল ভক্ত নিহত

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৪
নাইজেরিয়ায় বোমা হামলায় ১৪ ফুটবল ভক্ত নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল বিশ্বকাপের প্রথম পর্বের ব্রাজিল-মেক্সিকো ম্যাচ চলাকালে নাইজেরিয়ার দামাতুরা শহরের একটি খেলা প্রদর্শন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।



স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, হামলাকারীরা তিন চাকার একটি যানে করে আক্রমণ চালায়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্বকাপের ২০তম আসরে গ্রুপ এফ থেকে খেলছে মধ্য আফ্রিকার দেশ নাইজেরিয়া। প্রথম ম্যাচে ইরানের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।