ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশীয় উপকূলে ফের নৌকাডুবি, নিখোঁজ ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
মালয়েশীয় উপকূলে ফের নৌকাডুবি, নিখোঁজ ৯

ঢাকা: মালয়েশীয় সমুদ্র উপকূলে বৃহস্পতিবার ফের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত নয় নিখোঁজ রয়েছেন বলে সে দেশের কোস্টগার্ড জানিয়েছে।



বৃহস্পতিবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলে ২৭ জন অভিবাসী নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।

এর আগে বুধবার একইভাবে একটি কাঠের নৌকা ডুবে গেলে ইন্দোনেশিয়ার ২৩ অভিবাসী নাগরিক নিখোঁজ ও ৬৩ জন অভিবাসী উদ্ধার পান। এ ছাড়া ১১ জনের সলিল সমাধি হয়।

মালয়েশিয়ার কোস্টগার্ডের এক কর্মকর্তা হামিদ মোহাম্মদ আমিন সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার খুব ভোরে কুয়ালালামপুর শহর থেকে ১২ মাইল দূরে উত্তাল সমুদ্রে ২৭ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

তিনি জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর অতিক্রমকারী জাহাজের লোকজন চারজন নারী ও ১৮ জন পুরুষকে উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়া আরো নয়জন নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, রমজান মাস উপলক্ষে ছোট্ট নৌকাটি যাত্রীদের ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের তানজুং বালাই এলাকায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল।

তিনি আরো বলেন, নৌকাটির ধারণ ক্ষমতা মাত্র ১০ জন। কিন্তু নৌকাটিতে অতিরিক্ত বোঝাই করে ২৭ জনকে বহন করা হচ্ছিল।

ইন্দোনেশিয়ার প্রায় ১০ হাজার শ্রমিক মালয়েশিয়ায় বৈধভাবে কৃষিকাজ করে থাকেন। তারা দুই দেশের মধ্যে যাতায়াতের জন্য নৌকায় করে সরু মালাক্কা পাড়ি দেন। তবে এ নৌকাগুলো যথেষ্ট মানসম্মত নয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।