ঢাকা: ইসলামী বিদ্রোহীদের গাড়িবোমা হামলায় সিরিয়ায় অন্তত ৩৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠী শুক্রবার সিরিয়ার কেন্দ্রস্থল হামা শহরে এ গাড়িবোমা হামলা চালায় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
সংবাদমাধ্যম জানায়, সরকার নিয়ন্ত্রিত হামা শহরের পাশের একটি গ্রামে গাড়িবোমা হামলা চালানো হয়।
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গাড়িবোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
অপরদিকে, প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিদ্রোহীদের সহযোগী সংগঠন দ্য ইসলামিক ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানান, আসাদপন্থি মিলিশিয়াদের লক্ষ করে রেডিও নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এ ছাড়া আরো জানানো হয়, ইসলামিক ফ্রন্ট হামা শহরের চেকপয়েন্টের গ্রাম আল-হোরা আসাদ রয়েলে গাড়িবোমা হামলা চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ২০, ২০১৪