ঢাকা: ইরাকে সুন্নি মিলিশিয়াদের ক্রমাগত আক্রমণের মুখে সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
তবে এসব সৈন্য মিলিশিয়াদের সঙ্গে ‘যুদ্ধ’ করতে বাগদাদ যাচ্ছে না, তারা শুধু যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে অস্ট্রেলিয়া দূতাবাস ও নাগরিকদের নিরাপত্তা বিধানে কাজ করবে।
শুক্রবার অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড জনস্টন আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর: এবিসি ও দ্যা হিন্দু।
তবে ঠিক কতজন সৈন্য ইরাকে যাচ্ছে, তা নিশ্চিত করেননি মন্ত্রী।
সপ্তাহ দুই আগে ইরাকের উত্তরের কয়েকটি শহর দখল করে নেয় সুন্নি মিলিশিয়া গোষ্ঠী ‘জিহাদিস্ট ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভ্যান্ট- আইএসআইএস। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ও বড় তেল ক্ষেত্রের নিয়ন্ত্রণও নিয়ে নেয় মিলিশিয়ারা।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক সরকারের অনুরোধের প্রেক্ষিতে সেখানে মিলিশিয়াদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়াশিংটনও জানিয়ে দিয়েছে, সেখানে তারা কোনো সৈন্য পাঠাবেন না।
তবে ওবামা এই ঘোষণা দেওয়ার পর পরই ইরাকি বাহিনী তেল ক্ষেত্রগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠায় মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ২০, ০১৪