ঢাকা: সিরিয়ার পশ্চিমাঞ্চের হামা প্রদেশে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৪ জন নিরিহ নাগরিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শুক্রবার বিকেলে এ হামলা ঘটেছে।
ধারনা করা হচ্ছে, শিয়া সংখ্যাগরিষ্ঠ হুররা গ্রামে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সম্প্রদায়ে এ হামলার দায় সিরিয়া প্রেসিডেন্ট আসাদ বিরোধীদের।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গাড়িবোমা বিস্ফোরণে হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভেন্টের (আইএসআইএল) সঙ্গে সমস্যা নুসরা ফ্রন্টের। সম্প্রতি পাশ্ববর্তী দেশ ইরাকে কয়েকটি প্রদেশে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আলোচনায় এসেছে এই আইএসআইএল।
এ ঘটনা আইএসআইএল সদস্যরাও ঘটাতে পারে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ২০, ২০১৪