ঢাকা: পাকিস্তানের সংঘাত কবলিত খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় ৩০ সন্দেহভাজন তেহরিক ই তালিবান (টিটিপি) সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাত ও শনিবার দিনের শুরুতে ওই এলাকায় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক সূত্র।
টিটিপি জঙ্গিদের দমনের জন্য সম্প্রতি উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান।
ইতোমধ্যেই সেনা অভিযান ও বিমান থেকে বোমাবর্ষণে শতাধিক জঙ্গি নিহতের দাবি করা হয়েছে পাক সামরিক সূত্রে। তবে এসব বিমান হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করা হয়েছে টিটিপি সূত্রে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ২১, ২০১৪