ঢাকা: শীর্ষ নেতা মোহাম্মদ বাদিই সহ ১৯৭ জন মুসলিম ব্রাদারহুড সমর্থকের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করেছে মিশরীয় আদালত।
শনিবার আদালত সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এ সংক্রান্ত রায় ঘোষণার প্রায় দুই মাস পর মিশরের আদালত এ রায় অনুমোদন করে।
দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে সংঘর্ষ, সরকার বিরোধী তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগ আনা হয়।
মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনা প্রধান জেনারেল সিসি।
এরপর থেকে মুরসির সমর্থক রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের বিরুদ্ধে দমনাভিযান চালিয়ে আসছে দেশটির সরকার।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ২১, ২০১৪