ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে এবার শিয়াদের মহড়া, উত্তেজনা বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ২১, ২০১৪
ইরাকে এবার শিয়াদের মহড়া, উত্তেজনা বাড়ছেই

ঢাকা: দেশের বেশ কিছু অঞ্চল সুন্নিপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যাওয়ায় এবার শিয়াদের আধ্যাত্মিক নেতা মুক্তাদা আল সদরের ডাকে রাজধানীসহ ইরাকজুড়ে সামরিক মহড়া দিয়েছে সম্প্রদায়টির হাজারো যোদ্ধা।

শনিবার রাজধানী বাগদাদে শিয়া সম্প্রদায়ের যোদ্ধাদের এ সামরিক মহড়ায় দেশটিতে জাতিগত সহিংসতা আরও মারাত্মক আকার ধারণের আশঙ্কা করা হচ্ছে।



এর আগে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য খ্যাত মুক্তাদা আল সদর চলতি সপ্তাহের শুরুতে তার সামরিক বাহিনী ‘মেহেদী আর্মি’র সৈন্যদের দেশজুড়ে সামরিক মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, শিয়াপন্থিদের এ সশস্ত্র শক্তি প্রদর্শন বাগদাদ সরকারের উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে।

ইতোমধ্যে মসুল, তিকরিত ও আনবারসহ উত্তর পশ্চিমাঞ্চলের অনেক এলাকা দখল করে নিয়েছে সুন্নিপন্থি যোদ্ধারা। এসব অঞ্চল দখল শেষে তারা রাজধানী বাগদাদের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

শনিবার ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভ্যান্ট’র (আইএসআইএল) যোদ্ধারা কায়িম প্রদেশের নিকটবর্তী সিরিয়া সীমান্তের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা দখল করে নিয়েছে বলে জানা গেছে। দিনব্যাপী সম্মুখযুদ্ধে তারা ৩০ সৈন্যকেও হত্যা করে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।