ঢাকা: তিন বছর ধরে চলা যুদ্ধের কারণে সিরিয়ার প্রায় অর্ধেক মানুষ খুব খারাপ অবস্থার মধ্যে আছে। তাদের জন্য মানবিক সাহায্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
রাষ্ট্রসংঘের এ শীর্ষ কর্তা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে তার মাসিক প্রতিবেদনে সিরিয়া পরিস্থিতির উপর আলোকপাত করে বলেন, ইতোমধ্যে সেখানকার প্রায় ১ কোটি ৮০ লাখ লোক মানবেতর জীবন-যাপন করছেন, যা দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক।
এর মধ্যে ৩৫ লাখ লোকের অবস্থান এমন জায়গায় যেখানে মানবিক সাহায্য পৌঁছানোও কষ্টকর। তারা নিজের ঘর ছেড়ে যাচ্ছে। যুদ্ধ বাড়ার কারণে এ সংখ্যা বাড়ছে।
এ সময় জাতিসংঘ মহাসচিব সিরিয়ার সাধারণ জনগণের এলাকায় সরকারি বাহিনীর বোমা হামলা ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন গ্রুপের সশস্ত্র তৎপরতার ব্যাপারে তার উদ্বেগের কথা প্রকাশ করেন।
তিনি বলেন, “প্রতিদিনের যুদ্ধ সেখানে ঘোর অমানিশা ডেকে আনছে। ”
কিন্তু যুদ্ধ আর হানাহানির কারণে সেখানে মানবিক সাহায্য পৌঁছানো যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ২২, ২০১৪