ঢাকা: নিজেদের পোষা বিষাক্ত সাপই এখন পাকিস্তানকে দংশন করছে বলে উল্লেখ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
রোববার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে জঙ্গিদের বিরুদ্ধে পাক সরকারের সংগ্রাম প্রসঙ্গে এ কথা বলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি।
লস অ্যাঞ্জেলেস নগরীতে এনডিটিভির সাংবাদিক বরখা দত্তকে দেয়া সাক্ষাৎকারে হিলারি বলেন, একই বিষাক্ত সাপ এখন পাকিস্তানকে দংশন করছে। আমি তাদের আগেই বলেছিলাম ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে এসব জঙ্গি সংগঠনকে ব্যবহারের খেসারত দিতে হবে।
পাকিস্তানি শাসকগোষ্ঠী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যেই জঙ্গি ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আছে বলেও এ সময় উল্লেখ করেন হিলারি।
জঙ্গিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ব্যাপারে পাকিস্তানের তৎকালীন জারদারি সরকারের সম্পৃক্ততা ছিলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি না জারদারির বেসামরিক সরকার এ ব্যাপারে তেমন কিছু জানতো।
সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে জঙ্গিদের সংযোগ রুখতে প্রয়োজনীয় সামর্থ্যও জারদারির ছিলো না বলে উল্লেখ করেন হিলারি। এমনকি জারদারির স্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকেও তাদের হাতে প্রাণ দিতে হয় বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন হিলারি।
তিনি বলেন, আমার বইয়ে এ ব্যাপারে আমি উল্লেখ করেছি। পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার কোনো কোনো অংশের ধারণা প্রতিবেশী বিশেষ করে ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে এ সব জঙ্গি গোষ্ঠীকে লেলিয়ে দিলে তাদের রাষ্ট্রীয় স্বার্থ অক্ষুন্ন থাকবে।
কিন্তু আমি আমার বইয়ে উল্লেখ করেছি তারা বিষধর সাপ পালছে এবং মনে করছে এই বিষধর সাপ শুধুমাত্র তাদের প্রতিবেশীকেই দংশন করবে। অথচ এখন তারা ক্রমাগত পাকিস্তানের রাষ্ট্র ও তার সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে।
তিনি বলেন,পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার মেয়াদের শুরুতে আমি পাকিস্তানি কর্তৃপক্ষকে বারবার বলেছি তারা যেন বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নেয়। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে এসব জঙ্গি সংগঠনের সংযোগ ছিন্ন করার ব্যাপার সর্বোচ্চ প্রচেষ্টা চালায়।
তিনি আরও বলেন, মুম্বাই হামলার পর পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা ভারতের জন্য অনেক কঠিন ছিলো। কিন্তু আমি ভারতকে বলেছিলাম ধৈর্য্য ধরতে। কারণ এসব জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেয় পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরের কায়েমি গোষ্ঠী। জারদারির বেসামরিক সরকার এ ব্যাপারে খুব বেশি কিছু জানতো না।
হিলারি আরও বলেন, আমি পাক সরকারকে বলেছি, এসব সন্ত্রাসীর পেছনে ধাওয়া করুন। তাদের আস্তানা ধ্বংস করুন। প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করুন। তাদের মাদরাসাগুলো নিয়ন্ত্রণ করুন যেখানে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেয়া হয়।
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তানকে নতুন ধ্যান ধারণা নিয়ে এগুতে হবে বলেও এ সময় উল্লেখ করেন হিলারি ক্লিনটন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ২২, ২০১৪