ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
ইরাকের পাশে থাকবে যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরাক সরকারের পাশে থাকার কথা ঘোষণা দিয়েছে। সোমবার বাগদাদ সফরে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সঙ্গে সাক্ষাৎ করে কেরি  এ কথা জানান।



কেরি বলেন, সুন্নি জঙ্গিরা ইরাকের অস্তিত্বের জন্য হুমকি। ইরাকি নেতাদের এখনই হামলার জবাব দিতে হবে।

গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক ইরাকি শহর দখল করে নিচ্ছে সুন্নি জঙ্গিরা। জঙ্গিরা এখন উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এরই মধ্যে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর টাল আফার জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেছে।

কেরি বলেন, ইরাক যদি চায় তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সমর্থন দেওয়া হবে। ইরাকি নেতাদের এখনই সিদ্ধান্তের নেওয়ার সময়। আগামী দিন বা সপ্তাহগুলোতে ইরাকের ভবিষ্যত দেশটির নেতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

কেরি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি ১ জুলাইয়ের মধ্যে সরকার গঠনের বিষয়ে আমাকে আশ্বস্ত করেছে। ইরাকের ভাগ্য ইরাকিদের ওপর নির্ভর করবে। কোনো দেশের উপর নয়।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।