ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
নিউজিল্যান্ডে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ঢাকা: নিউজিল্যান্ডের একটি দ্বীপে রিখটার স্কেলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।



এ ঘটনায় সুনামিরও কোনো সতর্ক বার্তা জারি করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটা ১৯ মিনিটে কার্মাডেক দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটি নিউজিল্যান্ডের দক্ষিণ-পূর্ব দ্বীপ রাউলের ৯৬ কিলিমিটার দূরে ও ২০ কিলিমিটার গভীরে অনুভূত হয়।

এদিকে, হাওয়াইয়ে অবস্থিত প্যাসেফিক সুনামি সেন্টার প্রাথমিকভাবে জানায়, পাঁচ কিলিমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো ধ্বংসের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামির কোনো বার্তা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।