ঢাকা: রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মার্কিন প্রেসিডেন্টের এই ফোন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
বিষয়টি নিশ্চিত করে ওবামার প্রেস সচিব জোশ আর্নেস্ট সোমবার বলেন, পুতিনের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট এবং আবারও তাকে শান্তির পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, যদিও আমরা বিশ্বাস করি এখনও একটি কূটনৈতিক সমাধান সম্ভব। কেননা রাশিয়া এতে বাড়তি খরচের হ্যাপায় পড়বে।
প্রেস সচিব জানান, সম্প্রতি নরম্যান্ডিতে দুই রাষ্ট্রপ্রধানেরই একটি ছোট সফরের সুযোগ ঘটেছিল এবং ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের মধ্যে বেশকয়েকবার ফোনেও কথা হয়েছিল।
এই টেলিফোন কথোপকথন নিয়ে হোয়াইট হাউজের বক্তব্য, যুদ্ধবিরতি মেনে বিচ্ছিন্নতাবাদীদের চাপ দিতে এবং ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার সীমান্তে অস্ত্র ও পণ্যের সরবরাহ বন্ধ করতে পুতিনকে ফোন করেছিলেন ওবামা।
এ সময় দুই নেতা সিরিয়া থেকে রাসায়নিক অস্ত্র অপসারণ এবং ইরানের পরমানু কর্মসূচি নিয়েও কথা বলেন।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘন্টা, ২৪ জুন, ২০১৪