ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনীতিতে নামবেন না মিশেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
রাজনীতিতে নামবেন না মিশেল

ঢাকা: হোয়াইট হাউজ ছাড়ার পর রাজনীতিতে নামবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

পূর্বসুরী হিলারী ক্লিনটনের পদাঙ্ক অনুসরণ করছেন এমন গুজবের মধ্যেই এমনটা জানিয়ে দিলেন মিশেল।



সোমবার পরিবারবান্ধব কর্মক্ষেত্র নীতির সমর্থনে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী এবং তার পরবর্তী পদক্ষেপ রাজনৈতিক কিনা- এমন জিজ্ঞাসাও করা হয়েছিল।

উত্তরে সাফ ‘না’ জানিয়ে মিশেল বলেন, না, পরবর্তী পদক্ষেপ বা কর্ম নিঃসন্দেহে একদমই রাজনীতি হবে না। সে ক্ষেত্রে দায়িত্বভিত্তিক ও সেবাকেন্দ্রিক কাজ-ই গুরুত্ব পাবে। ’

তবে তার ‌এই মন্তব্য ভবিষ্যতে মার্কিন সিনেট  দৌঁড়ে তালগোল সৃষ্টি করতে পারে। আগামী ২০১৭ সালের প্রথম দিকে তার স্বামী প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় দফার মেয়াদ হবে।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন হোয়াইট হাউস ছাড়ার পর রাজনীতিতে নামেন। স্বামী বিল ক্লিনটনের দ্বিতীয় দফার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর ২০০০ সালে সিনেটরও নির্বাচিত হন হিলারি। ‍

এরপর ২০০৮ সালে ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট পদে দাঁড়ালেও হেরে যান তিনি। এরপর ওবামা সরকারের প্রথম মেয়াদে মার্কিন সেক্রেটারি নিযুক্ত হন হিলারি।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।