ঢাকা: থাইল্যান্ডের সামরিক শাসন দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকী বর্তমান সেনা শাসন ২০০৬ সালের সেনা অভ্যূত্থানের চেয়ে বেশি দমনমূলকও হতে পারে।
ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে মার্কিন কর্মকর্তা স্কট মার্শেল এই আশঙ্কা করেন প্রকাশ করে বলেন, আমরা সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছি।
“সত্যিকার অর্থেই এটা ধারণা করা কঠিন, কতদিন সেখানে সামরিক শাসন থাকবে। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সেখানে বর্তমান সামরিক শাসন আগের যেকোনো সামরিক অভ্যূত্থানের চেয়ে বেশি সময় নেবে। ”
পাশাপাশি তিনি আশা প্রকাশ করে বলেন, থাই সামরিক সরকার খুব দ্রুতই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাবে এবং যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।
স্কট মার্শেল থাইল্যান্ডের সামরিক অভ্যূত্থান মার্কিন যুক্তরাষ্ট্রকে সেখানে বেকায়দায় ফেলে দিয়েছে উল্লেখ করে বলেন, আমরা চ্যালেঞ্জকে মোকাবেলা করছি।
তবে এটা ঠিক, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত থাইল্যান্ডে বাণিজ্যিক কাজ চালানো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে খুব সহজ হবে না, যোগ করেন স্কট।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪