ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের কালো তালিকায় বোকো হারাম নেতা ও উপদল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুন ২৬, ২০১৪
জাতিসংঘের কালো তালিকায় বোকো হারাম নেতা ও উপদল

ঢাকা: নাইজেরিয়ার বোকো হারামের এক নেতা ও একটি উপদলকে কালো তালিকাভূক্ত করেছে  জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বুধবার জাতিসংঘের একজন কূটনৈতিক এ কথা জানান।

খবর: টাইমস অব ইন্ডিয়া।

বোকো হারামের নেতা আবু বাকার শেকাউ এবং দলটির অনুসারী আনসারু উপদলকে বৃহস্পতিবার কালো তালিকাভূক্ত করার ঘোষণা দেয় জাতিসংঘ।

এ ঘোষণার ফলে, কালো তালিকাভূক্ত নেতারা  আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। পাশাপাশি তাদের সম্পত্তিও ‘ফ্রিজ’ করা যাবে।

গত মাসে নাইজেরিয়ার অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বোকো হারামের নেতা ও উপদলটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিল।

জাতিসংঘের তালিকায় যুদ্ধরত বোকো হারাম আল-কায়েদার একটি শাখা সংগঠন এবং আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাঘারেব (একিউআইএম) এর একটি সংগঠন হিসেবে উল্লেখ আছে।

১৪ এপ্রিল বোকো হারামের দল নাইজেরিয়ার উত্তরাঞ্চলের দূরবর্তী একটি স্কুল থেকে ২৫০ জনেরও বেশি মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ মেলেনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ২৬ জুন, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।