ঢাকা: উত্তর কোরিয়া আবারো একটি স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, রাষ্ট্রপ্রধান কিম জং উন ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ দেখেছেন।
প্রতিবেশী ও বিরোধপূর্ণ দক্ষিণ কোরিয়ার সরকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ১৯০ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।
উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরীর একটি জায়গা থেকে এটি উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে সেটি পূর্ব উপকূলের জলরাশিতে বিষ্ফোরিত হয়।
ক্ষেপণাস্ত্রটি কখন উৎক্ষেপণ করা হয়েছে তা নিয়ে জানায়নি উত্তর কোরিয়া।
তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিয়ক বলেছেন, গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাত্র ও মারণাস্ত্রের ব্যাপারে তৎপর। এ লক্ষ্যেই তারা এগুলো করছে।
এদিন দক্ষিণ কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার সৈন্যরা গোলা বর্ষণ করে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৭, ২০১৪