ঢাকা: ইরাকে বন্দি ৪৬ জন নার্স অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন। তারা অবিলম্বে দেশে ফিরে আসছেন।
ভারতীয় নার্সদের জীবন নিয়ে নানা আশঙ্কার মধ্যেই শুক্রবার সকালে কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি এ তথ্য ঘোষণা করেন।
তিনি বলেন, “তারা (নার্সরা) এখন কুর্দিস্তানের ইরবিল বিমান বন্দরে আছেন। দেশের ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। ”
তবে তারা কীভাবে ছাড়া পেল এ ব্যাপারে কোনোকিছুই জানাতে চাননি কেরলের মুখ্যমন্ত্রী।
শুক্রবার সকালে মুক্ত নার্সরা কেরলে তাদের পরিবারের সঙ্গে টেলিফোনে কথাও বলেন।
এই নার্সরা এতদিন তিকরিতে দ্যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ত জঙ্গিদের হাতে বন্দি ছিলেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছিলো, জঙ্গিরা তাদের দুটি বাসে করে তিকরিত থেকে ৬০ কিলোমিটার দূরে মসূলে সরিয়ে নিয়েছে। মসূল শহরটি
আগেই দখল করে নিয়েছিলো সুন্নি জঙ্গিরা।
তার পরই শুক্রবার সকালে এ ঘোষণা আসলো।
নার্সদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছিলো।
ওমেন চন্ডি বৃহস্পতিার সুষমা স্বরাজের সঙ্গে এ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন, “আমি আত্মিবিশ্বাসী যে, নার্সদের দেশে ফিরিয়ে আনা যাবে। ”
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪