ব্রাজিলে একটি নির্মাণাধীন উড়ালসেতু (ফ্লাইওভার) ধসে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২২ জন।
বৃহস্পতিবার বিশ্বকাপের আয়োজক দেশটির বেলো হরিজেন্তো শহরে এই দুর্ঘটনা ঘটে। উড়ালসেতুটি ধসের সময় তার নিচ দিয়ে গাড়ি চলাচল করছিল। দুর্ঘটনায় দু’টি কনস্ট্রাকশন ট্রাক এবং একটি প্রাইভেটকার আটকা পড়েছিল।
স্থানটি হরিজেন্তো স্টেডিয়াম থেকে ৫ কি.মি দূরে। বিশ্বকাপের অবকাঠামোর অংশ হিসেবে ও যাত্রীদের স্টেডিয়ামে যাতায়াতের সুবিধার্থে উড়ালসেতুটি নির্মাণ করা হচ্ছিল। তবে সময়মতো নির্মাণকাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ।
তবে এই ধরনের দুর্ঘটনা ব্রাজিলে এবারই প্রথম নয়। তড়িঘড়ি করে বিশ্বকাপের স্টেডিয়ামে তৈরি করতে গিয়ে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এপি জানায়, হতাহতদের মধ্যে কোনো বিদেশী আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ির আরো কেউ আটকা পড়েছেন কিনা সেটাও জানা যায়নি।
ঘটনার পর পরই প্রেসিডেন্ট দিলমা রৌসেফ ও শহরের মেয়র মার্সিও লাসেরদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করে দুর্ঘটনার জন্য কনস্ট্রাকশন ফার্মকে দায়ী করেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪