ঢাকা: ‘জটিলতা ও মতবিরোধের’ মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী রাশিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি বারাক ওবামার কাছে পাঠানো এক বার্তায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এ আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার ক্রেমলিনের একটি ওয়েবসাইডে বার্তাটি প্রকাশিত হয়। খবর: দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল।
বার্তায় পুতিন ‘জটিলতা ও মতবিরোধের’ মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রাষ্ট্রীয় ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের’ আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ ইউক্রেন ও কৃষ্ণ সাগরের তীরবর্তী স্বশাসিত দ্বীপ ক্রিমিয়াকে নিয়ে দুটি দেশের মধ্যে ‘ঠান্ডা যুদ্ধের’ আবহ ফিরে আসে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৪