ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বন্দি নার্সরা ভারতে ফিরেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
ইরাকে বন্দি নার্সরা ভারতে ফিরেছেন ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে সুন্নি জঙ্গিদের হাতে বন্দি থাকা ৪৬ জন নার্স ভারতে ফিরে এসেছেন।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী একটি বিশেষ বিমান মুম্বাই বিমান বন্দরে অবতরণ করে।

নার্সদের সকলের বাড়ি কেরালা রাজ্যে। তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে।

ভারতীয় নার্সদের জীবন নিয়ে নানা আশঙ্কার মধ্যেই শুক্রবার সকালে কেরলের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি তাদের মুক্ত হওয়া ও দেশে ফিরে আসার কথা ঘোষণা করেন।

তবে তারা কীভাবে ছাড়া পেল এ ব্যাপারে কোনোকিছুই জানাতে চাননি কেরলের মুখ্যমন্ত্রী।

শনিবার সকালের এ বিমানে করে ইরাকে কর্মরত আরো ১৩৭ ভারতীয় ফিরেছেন।


শুক্রবার সকালেই মুক্ত নার্সরা কেরলে তাদের পরিবারের সঙ্গে টেলিফোনে কথাও বলেন। সকাল থেকেই কেরালার কোচি আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করে আছেন।

এই নার্সরা এতদিন তিকরিতে দ্যা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লেভান্ত জঙ্গিদের হাতে বন্দি ছিলেন।

ভারতের বিভিন্ন গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছিলো, জঙ্গিরা তাদের দুটি বাসে করে তিকরিত থেকে ৬০ কিলোমিটার দূরে মসূলে সরিয়ে নিয়েছে। মসূল শহরটি আগেই দখল করে নিয়েছিলো সুন্নি জঙ্গিরা।

নার্সদের নিরাপদে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি শক্তিশালী টিম কাজ করছিলো।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।