ঢাকা: যাজকদের যৌন নিপীড়নের শিকার শিশুদের সঙ্গে প্রথমবারের মতো বসতে যাচ্ছেন পোপ ফ্রান্সিস।
সোমবার রোমান ক্যাথলিক চার্চের এই প্রধান ব্রিটেন, জার্মানি ও রোমানিয়া থেকে আসা ছয়জন আক্রান্ত শিশুর সঙ্গে কথা বলবেন বলে ভ্যাটিকান নিশ্চিত করেছে।
যাজকদের যৌন নিপীড়ন নিয়ে বিশ্বব্যাপী তুমুল সমালোচনার মধ্যেই সেন্ট পিটার্সবার্গের ব্যক্তিগত আবাসস্থলে এই সাক্ষাত অনুষ্ঠিত হবে। খবর: টাইমস অব ইন্ডিয়া।
ইউরোপের বাইরে আমেরিকাতেও বেশ কিছু যৌন নিপীড়নের ঘটনা আছে। এর আগে এসব ঘটনায় ক্ষমা চেয়েছিলেন আর্জেন্টিনার এই পোপ।
তিনি বলেছিলেন, যাজকরা শিশুদের যে ক্ষতি করেছে সে বিষয়ে অবগত আছে গির্জা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪